চট্টগ্রাম নগরীর হালিশহর থানার বড়পোল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাফিজুর রহমান (৫৪) নামে পুলিশের এসআইয়ের মৃত্যু হয়েছে। গতকাল সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহত মোস্তাফিজুর রহমান ময়মনসিংহ জেলার পাগলা থানার বাসিন্দা।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালী উদ্দিন আকবর জানান, সোমবার রাতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে মোস্তাফিজুর রহমান নগরের হালিশহর বড়পোল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ কামাল উদ্দিন হাওলাদার
অফিস: অঙ্গশোভা ভবন, ৭ম তলা, চকবাজার, লক্ষ্মীপুর ৩৭০০, বাংলাদেশ।
মোবাইল: ০১৭৪৮৯০৩১৭০