1. info@www.durjoynews24.com : দূর্জয় নিউজ ২৪ :
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৯ অপরাহ্ন

সুদ ও ঘুষ হারাম পথে আয়ের মাধ্যমে সমাজের সুপ্রতিষ্ঠিত ব্যক্তি গুলো থেকে ভিক্ষা করে খাওয়া মানুষ গুলো সুখি হয়।

  • প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৭২ বার পড়া হয়েছে

আবু ইউসুফ সংবাদকর্মী দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।মানুষ গুলো কে আমি অন্তর থেকে বেশি ভালোবাসি সম্মান করি কারন আমার আল্লাহ ভিক্ষা কে হালাল করেছেন সুদ ঘুষ কে করছে হারাম।

আমার জীবনে এরকম অনেকবার হয়েছে আমি সুযোগ-সময় বুঝে চাচাগুলো কে বলেছি চাচা আমাকে আপনার হালাল আয় থেকে একটা চা খাবান অন্তর থেকে সম্মান দিয়ে বলে দেখিয়েন একবার এদের খুশি আন্তরিকতা দেখে হতবাক হয়ে যাবেন।

আমার জীবনের একটা অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে ২০১৩ সাল থেকে ভিক্ষা করে খাওয়া কিছু মানুষের থেকে ব্যবসায়িক প্রয়োজনে ভাংতি টাকা নিয়ে ওদের নেট করে দি ওদের হাতে মুষ্টি মারা ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখা দুই টাকা পাঁচ টাকার নোট গুলো খুলে গণে দেখার সুযোগ জীবনে অনেকবার হয়েছে বিশ্বাস করুন একটা টাকা বাজারে চলার জন্য যে গুনগুলো থাকার দরকার তার ০.০১% গুনও আর বাকি নেই এমন অনেক টাকার নেট ওদের কে দেওয়া হয়এগুলো কারা দেই আমার আর আপনার মত মানুষগুলো নয় কি কেন এই তামাশ এদের সাথে এরা তো আপনার কাছে চাঁদা চাইনি।

অনেক মসজিদের দানবক্সের টাকা গণনার সুযোগ পেয়েছি,,একি ঘটনা যাক এটা না হয় আল্লাহ প্রতি আপনার ঈমানী বিশ্বাস দুনিয়া বুকে কেউ যে টাকা চলাতে পারবে না সেটি আল্লাহ চলাতে পারবে সে হিসাবে দিছেন।

কিন্তু এই দৃবল মানুষগুলোর সাথে কেন আমরা এই রং তামাশা করি কি দারকার আছে আবার অনেক লোক তাদের অহংকার ও অবহেলা করে থাকে মহান আল্লাহ বলেছেন অহংকারে ইমান নষ্ট হয়।

সূত্রঃ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ। আবু ইউসুফ সংবাদকর্মী

সংবাদটি শেয়ার করুন

আরো খবর

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: : ইয়োলো হোস্ট