এস.এম নুরনবী,স্টাফ রিপোর্টারঃ
ধনে মিলে নারী, তথাপি আমি ধর্ষণ করি ।
ফেতনার দুনিয়ায়, শান্তি নাই পতিতালয় ।
দ্যাশে নাই শাসন, তাই আমি করি ধর্ষণ ।
দাদা থাকবে যতদিন, ধর্ষণ করবো ততদিন ।
যদি হই দলীয়, ধর্ষণ হবে স্বর্গীয় ।
খায় ঘুষ নেই হুশ পুলিশ তো বেহুশ ।
গুলি বর্ষণ নারী ধর্ষণ করি পথ-ঘাট-মাঠে,
ধর্ষণ খুন রাহাজানিতে আমি উগ্রবাদের হর্ষ ।
যদি কর প্রতিবাদ ন্যায় বিচারের লাগি,
পুলিশ করবে লাঠি সার্চ বিচারে হবে স্বজনপ্রীতি ।
আমি চির অমর, আমি চামর, আমি দানব…
আমি হিংস্র, আমি অভিশপ্ত, আমি ধর্ষক…
নারী দেখলেই করি আমি তৃপ্তি পুড়ে ধর্ষণ…
বেদনার চিৎকার রোমাঞ্চে ভরা মৃতদেহ ফেলি গর্তে ।
আমার কথাই শিরোধার্য আমি যে বুদ্ধ বাবুর ভক্ত
রক্ত বীজের জাত আমি রামের ভাই লক্ষণ ।
তোরা আজ যেন অন্ধ হয়ে গেছিস বধির,
রাস্তার ধারে ফেলে দেই আমি সেই ধর্ষনকৃত উচ্ছিষ্ট
রঙ্গ করে আসো নারী শর্টস পরে রাস্তায়,
তেতুল দেখে জল আসলে জিব্বায়…
কেমনে পাবি নিস্তার ???
যতদিন আসবে না বাংলায়, ধর্ষণের কঠোর আইন ততদিন ছাড় পাবে না বাচ্চা-তরুণী-বৃদ্ধারা ।
হে মানব… তোদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন কর
কথা দিচ্ছি আমি ধর্ষণ ছেড়ে দেবো।