1. info@www.durjoynews24.com : দূর্জয় নিউজ ২৪ :
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০১:৫১ পূর্বাহ্ন

সালথায় ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ১৫০ বার পড়া হয়েছে

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ দুর্যোগের প্রস্ততিকে সামনে রেখে ফরিদপুরের সালথায় ফায়ার সার্ভিসের উদ্দোগ্যে অগ্নিনির্বাপন ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর বেলা ১০ টায় সালথা উপজেলা ফায়ার সার্ভিসের অনুষ্ঠানটি উপজেলা পরিষদ চত্তরে এই মহড়ার আয়োজন করা হয়। সুরুতেই গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে করণীয় বিষয়ে জনসচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। এরপর দুর্ঘটনাস্থলে আটকা পরা এক শিশুকে উদ্ধার করে তাকে হাসপালে পাঠানোর ব্যবস্থা করেন অগ্নিনির্বাপন ও উদ্ধারকরী দল। এছাড়া কৃত্রিম অগ্নি দুর্ঘটনা সৃষ্টির মাধ্যমে বিপদকালীন সময়ে করনীয় এবং ফায়ার সার্ভিসের বেশকিছু মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। মহড়ায় সালথা উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ এস এম সিদ্দিকুর রহমান সবাইকে দুর্যোগের মোকাবেলা এবং পরবর্তী করণীয় সম্পর্কে জানার ও সচেতন হওয়ার আহ্বান জানান, এছাড়া তিনি বলেন,এই মহড়া ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। মহড়ায় সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতুববর। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার তিলাওয়াত হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ, উপজেলা ফরেস্ট অফিসার তোরাব হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো খবর

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: : ইয়োলো হোস্ট