শরিয়তপুর থেকে আকতার হোসেনের প্রতিবেধন:
বর্ষিয়ান রাজনীতিবীদ, সাবেক ডেপুটি স্পিকার ও শরীয়তপুর-২ আসনের ৬ বারের সাবেক সংসদ সদস্য কর্নেল (অবঃ) শওকত আলী আর নেই। সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর সি এম এইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন। তিনি দীর্ঘদিন যাবত ডায়বেটিকস, উচ্চ রক্তচাপ, কিডনী, কার্ডিয়াক জটিলতা ও নিউমোনিয়ায় ভুগছিলেন।
তার ছেলে যুবলীগের প্রেসিড়িয়াম সদস্য ড়া: খালেদ শওকত তিনি জানান আজ সোমবার বিকাল সাড়ে ৩টায় মরদেহ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারনের শ্রদ্বা নিবেধন এর জন্য রাখা হবে। বাদ মাগরিব বায়তুল মোকারম জাতীয় মসজিদে প্রথম জানাজা অনুষ্টিত হবে। আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় নড়িয়া বি এল স্কুল মাঠে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্হানে দাফন করা হবে তাকে।