স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর জেলা তথা বৃহত্তর নোয়াখালীর সংবাদপত্র জগতের কীর্তিমান পুরুষ, প্রথিতযশা সাংবাদিক আবদুল মান্নান ভূঁইয়ার, ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ মাগরিব লক্ষ্মীপুর জেলা পরিষদ জামে মসজিদে দৈনিক ভোরের মালঞ্চ পরিবারের উদ্যেগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লক্ষ্মীপুর জেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম।
দোয়া মাহফিলে মরহুম সাংবাদিক আবদুল মান্নান ভূঁইয়ার বিদেহী আত্মার শান্তি ও জান্নাত কামনা করে মহান রবের নিকট প্রার্থনা করা হয়।
এ সময় দৈনিক ভোরের মালঞ্চ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি মোঃ কামাল উদ্দিন হাওলাদার, সম্পাদক মেহেরুল হাসান (কবি রাজু) ও প্রকাশক এ এফ এম মতিউর রহমানসহ পত্রিকার বিভিন্ন পদে কর্মরত কর্মকর্তা, সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মরহুম সাংবাদিক আবদুল মান্নান ভূঁইয়া লক্ষ্মীপুর জেলা সদর থেকে প্রকাশিত বহুল প্রচারিত সাপ্তাহিক এলান পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক ভোরের মালঞ্চ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি ও আজীবন সদস্য, লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফাতেমা অফসেট প্রেসের স্বত্ত্বাধিকারী ছিলেন।
তিনি বার্ধক্যজনিত কারনে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারী ইন্তেকাল করেন। লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে প্রথম জানাযা এবং নিজ বাড়ির দরজায় দ্বিতীয় জানাযা শেষে তাকে হাজিরপাড়া ইউনিয়নের কালিদাসের বাগ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।