মোঃ নাছির আহমেদ
মৌলভীবাজার শ্রীমঙ্গলে আল-আরাফাহ ইসলামী ব্যাংক শ্রীমঙ্গল শাখার উদ্যোগে শীতার্তদের মধ্যে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪ টায় শহরের সেন্ট্রাল রোডে অবস্থিত আল-আরাফাহ ইসলামী ব্যাংক শাখার পক্ষ থেকে আর্ত মানবতার সেবার মনমানসিকতা নিয়ে প্রতি বছরের ন্যায় গরীব ও অসহায় দুই শতাধিক মানুষদের মধ্যে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এ ব্যাংক শাখার এ ভি পি ও শাখা ব্যবস্হাপক মো.কয়ছর খান এর সভাপতিত্বে ও ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মহসিন উদ্দিনের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু।
এ সময় আরও উপস্থিত ছিলেন শহর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো.কদর আলী, সাংবাদিক সরফরাজ আলী বাবুল, পৌর কাউন্সিলর মীর এম সালাম প্রমুখ।