মিজানুর রহমান মিলন, বগুড়া জেলা প্রতিনিধি: মহাসড়কে চলাচলকারী গণপরিবহনের যাত্রী সাধারণ, মালিক এবং চালকদের সচেতন করতে গত বৃহস্পতিবার দুপুরে বগুড়ার শাজাহানপুরের মাঝিড়া বন্দরে হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পের ইনচার্জ কাজল কুমার নন্দী সচেতনামূলক লিফলেট ও করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করেছেন। এছাড়া মহাসড়কে নিষিদ্ধ থ্রি হুইলার চালকদের কে সতর্ক করা হয়। এ সময় হাইওয়ে পুলিশ ক্যাম্পের এ এস আই বেলাল হোসেন ,হাসান আলী এবং কয়েকজন ফোর্স তার সাথে ছিলেন।