এস.এম অলিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও ব্যর্থ বানিজ্য মন্ত্রীর পদত্যাগের দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত সারাদেশে একযোগে মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে নবীনগর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে নবীনগর প্রেসক্লাব চত্বরে বৃহস্পতিবার বিকাল চার ঘটিকার সময় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ওবায়দুল হক লিটন এর সভাপতিত্বে, রাশেদুল হক কাজী সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান মঞ্জু বলেন,
বক্তব্য রাখেন-
গোলাম হোসেন খান টিটু,আমির হোসেন,গোলাম কিবরিয়া শিবলী
ওমর ফারুক,আনোয়ার হোসেন বাবুল,তোজাম্মেল হক বকুল,কাউসার আল মাহমুদ,কামাল হোসেন,দেলোয়ার হোসেন সোহেল,শুক্কুর খান,ইফতেখার খান মামুন,
শাহীন,অনিক,ফারুক,শরীফ,উদয়,মেহেদী হাসান,মামুন প্রমুখ।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন লাগামহীনভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি তাই ব্যর্থ বানিজ্য মন্ত্রীর পদত্যাগের দাবী করেন।