স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে চার প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আজ বুধবার দুপুরে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে চারজন প্রার্থী জেলা নির্বাচন কর্মকর্তা মো: শফিকুর রহমানের হাতে মনোনয়নপত্র জমা দেন।
চারজন প্রার্থীর মধ্যে রয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম ফারুক পিংকু, জাতীয় পার্টির রাকিব হোসেন, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) সেলিম মাহমুদ ও জাকের পার্টির সামছুল ইসলাম খোকন।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ ও নারী ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। ১১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে।
আওয়ামী লীগের প্রার্থী গোলাম ফারুক পিংকু বলেন, নৌকা মার্কা স্বাধীনতার প্রতীক। যে প্রতীকের মাধ্যমে দেশের আনাচে-কানাচে উন্নয়নের বন্যা বয়ে গেছে। সেটা লক্ষ্মীপুর-৩ আসনেও হয়েছে। সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামালের অসমাপ্ত কাজগুলো শেষ করার আশা করেন তিনি।
জাতীয় পার্টির প্রার্থী রাকিব হোসেন বলেন, নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে থাকবেন। আওয়ামী লীগকে মানুষ পছন্দ করে না। তাই জাতীয় পার্টির প্রার্থীকে বেছে নিবে এবং ভোট দিয়ে বিজয়ী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল মারা যান। ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। একই সঙ্গে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১১ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১২ অক্টোবর, মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল দায়ের ১৩-১৭ অক্টোবর, আপিল নিষ্পত্তি ১৮ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর এবং ভোটগ্রহণ হবে ৫ নভেম্বর।