স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুর শহর ফাঁড়ি পুুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ শফিউল আলম ও শামীম নামে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
আটক হওয়া শফিউল আলম চৌদ্দগ্রাম থানার মুন্সির হাট ইউপি’র মুন্সি বাড়ির মৃত আবদুল আজিজের পুত্র এবং শামীম একই থানাধীন ঘোলপাশা ইউপি’র ফকির বাড়ির শামছুল হকের পুত্র। জব্দকৃত ৬ কেজি গাঁজার আনুমানিক বাজার মুল্য ৯৬ হাজার টাকা বলে জানা গেছে।
এ ব্যপারে লক্ষ্মীপুর শহর ফাঁড়ি পুলিশের এস আই (নিরস্ত্র) জুয়েল রানা বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে লক্ষ্মীপুর থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, লক্ষ্মীপুর শহর ফাঁড়ির ইন্সপেক্টর জহিরুল আলমের নির্দেশনাক্রমে এস আই (নিরস্ত্র) জুয়েল রানা ২০ জুন রাতে শহরে নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসা শতাব্দী পরিবহনের একটি চেয়ার কোচে উত্তর তেমুহনী এলাকায় তল্লাশি চালিয়ে মাদক ব্যবসায়ী শফিউল আলম ও শামীমের হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করেন। আটক হওয়া গাঁজা বিক্রির জন্য বাসযোগে ফেনী থেকে ভোলায় নিয়ে যাওয়া হচ্ছিল। আটকতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে সারাদেশের বিভিন্ন থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা চলমান রয়েছে মর্মে পুলিশের নিকট স্বীকার করেছেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ কামাল উদ্দিন হাওলাদার
অফিস: অঙ্গশোভা ভবন, ৭ম তলা, চকবাজার, লক্ষ্মীপুর ৩৭০০, বাংলাদেশ।
মোবাইল: ০১৭৪৮৯০৩১৭০