1. info@www.durjoynews24.com : দূর্জয় নিউজ ২৪ :
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ঢাকাইয়া’ আকবর লক্ষ্মীপুরে গ্রেফতার লক্ষ্মীপুরের কমলনগরে ধ্বসে পড়েছে চার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ব্রিজের তিনটি গার্ডার লক্ষ্মীপুরের রামগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলে সবুজের স্বপ্ন মেলা লক্ষ্মীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ডিসির নিকট অভিযোগ লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সেই অধ্যক্ষ এখনও বহাল তবিয়তে! লক্ষ্মীপুর জেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে লাইসেন্স‍বিহীন দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী স্থানীয় সরকার উন্নয়ন মেলার উদ্বোধন সমাজের বাস্তব চিত্র তুলে ধরলে মানুষ সাংবাদিকদের সম্মান করে: এমপি নয়ন রামগতিতে জোড়া খুন মামলার আসামী গ্রেফতার

লক্ষ্মীপুর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে জাল কাগজপত্র উপস্থাপন করে রায় হাসিল, বাদীর বিরুদ্ধে বিচারকের মামলা দায়ের

  • প্রকাশিত: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ লক্ষ্মীপুর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে টেম্পারিংকরা কাগজপত্র প্রদর্শনক্রমে মামলার রায় হাসিল করে বিপাকে পড়েছেন মামলার বাদী মোঃ হোসেন পাটোয়ারী। আদালতে টেম্পারিংকরা কাগজপত্র উপস্থাপন, জাল কাগজপত্রের স্বপক্ষে স্বাক্ষ্য প্রদান এবং নিজ হলফনামা জবানবন্দিতে দস্তখত দেয়ায় মামলার বাদী মোঃ হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে ২৩ আগস্ট (বুধবার) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দঃ বিঃ ৪৬৬ ও ৪৭১ ধারায় অভিযোগ দায়ের করেন লক্ষ্মীপুর ল্যান্ডসার্ভে ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (যুগ্ম জেলা জজ) মুহাম্মদ মুনির হোসেন।

এর আগে গত ২০ আগস্ট (রবিবার) পৃথক আদেশে তঞ্চকতার আশ্রয় নিয়ে হাসিল করা এলএসটি মামলাটি ২০ হাজার টাকা খরচাসহ খারিজ এবং জাল কাগজপত্র জব্দ করা হয়। ক্ষতিপুরণমূলক খরচার টাকা আগামী ৬০ দিনের মধ্যে বিবাদীগণের বরাবরে পরিশোধ করে ট্রাইব্যুনালকে দরখাস্তের মাধ্যমে অবহিত করার জন্য বাদী মোঃ হোসেন পাটোয়ারীকে নির্দেশ দেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রামগঞ্জ উপজেলার ডুমুরিয়া গ্রামের গোলাম রহমানের পুত্র মোঃ হোসেন পাটোয়ারী ১নং বাদী হয়ে এবং মনোয়ারা গংকে বিবাদী করে লক্ষ্মীপুর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে ১২০/২০১৪নং মামলা দায়ের করেন। বিগত ২৭ নভেম্বর ২০২২ইং তারিখে লক্ষ্মীপুর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (যুগ্ম জেলা জজ) মুহাম্মদ মুনির হোসাইন আদালতের বিচারকার্য পরিচালনার সময় বাদী মোঃ হোসেন পাটোয়ারী নিজ হলফনামা জবানবন্দিতে স্বাক্ষর প্রদান করেন এবং সাক্ষ্য প্রদান কালে লক্ষ্মীপুর ২য় মুনসেফী আদালতের খাজনার ১৪০২/২৮নং মোকদ্দমার সোলেনামার সহিমোহর নকল উপস্থাপন করেন।

এলএসটি ১২০/২০১৪নং মোকদ্দমা বিগত ২০/০৮/২০২৩ইং রায় প্রচারকালে গ্রহীত ও প্রদর্শীত সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রমাণিত হয় যে, মামলার বাদী হোসেন পাটোয়ারী নালিশী ভূমি সংক্রান্তে লক্ষ্মীপুর ২য় মুনসেফী আদালতের খাজনার ১৪০২/২৮নং মোকদ্দমার সোলেনামার ২নং দফার ০৫নং লাইনে গোলাম রহমান শব্দের পর গং শব্দটি টেম্পারিংয়ের মাধ্যমে (ঘষা-মাজা করে) বিলুপ্ত করে আদালতের রেকর্ড জালিয়াতি করেন। যার প্রেক্ষিতে বিজ্ঞ বিচারক এলএসটি ১২০/২০১৪নং মামলার ১নং বাদী মোঃ হোসেন পাটোয়ারীকে জালিয়াতি মামলার ১নং আসামী করে তার বিরুদ্ধে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দঃ বিঃ ৪৬৬ ও ৪৭১ ধারায় মামলা দায়েরের আবেদন করেন। পৃথক আদেশে এলএসটি মামলাটি ২০ হাজার টাকা খরচাসহ খারিজ করা হয়। ক্ষতিপুরণমূলক খরচার টাকা আগামী ৬০ দিনের মধ্যে বিবাদীগণের বরাবরে পরিশোধ করার জন্য মোঃ হোসেন পাটোয়ারীকে নির্দেশ দেয়া হয়। অন্যথায় ক্ষতিপূরণমূলক খরচের টাকা আদায়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে আদেশে উল্লেখ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো খবর

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: : ইয়োলো হোস্ট