স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শিল্প ও সাহিত্য পাঠের অংশ হিসেবে সবুজের স্বপ্ন মেলা ও বর্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। ষষ্ঠ শ্রেণির শ্রেণি শিক্ষক মারজাহান মুন্নির তত্ত্বাবধায়নে মেলায় নকশি কাঁথা বুনন, বিভিন্ন প্রকারের পিঠা পায়েস তৈরি, কেক বানানো, শাপলা ফুলের মালা ও হাতে বানানো বিভিন্ন খাদ্য সামগ্রী এ মেলায় স্থান পায়।
মেলায় বৃষ্টির কবিতা, বৃষ্টির সময়ে গ্রাম বাংলায় কাঁথা তৈরির সময় দল বেঁধে গল্প বলা উপস্থাপন করা হয়। এ সময় ষষ্ঠ শ্রেণির ছাত্রী রুহা, জেরিনসহ চারটি শাখার প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মেলা পরিদর্শন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, কো-অর্ডিনেটর ফারহানা আক্তার, ইসমাইল হোসেন প্রমুখ।
নতুন কারিকুলামের অংশ হিসেবে এ মেলার আয়োজন বলে জানিয়েছেন অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীবৃন্দ।