স্টাফ রিপোর্টার: গত ১৪ মার্চ থেকে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কজ লিস্ট অনলাইনে পাওয়া যাচ্ছ। লক্ষ্মীপুর জেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আইন পেশায় নিয়োজিত বিজ্ঞ আইনজীবী, আইনজীবী সহকারী ও বিচারপ্রার্থী জনগণসহ সর্বসাধারণের অবগতির জন্য একটি বিজ্ঞপ্তি এরই মধ্যে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নোটিশ বোর্ডে সাঁটানো হয়েছে।
জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ, বিচার শাখা-০৩ এর বিজ্ঞপ্তি নং ১০.০০.০০০০.১২৭.২৯.০০১.২২.১২৭ তারিখ: ১২.০২.২০২৩ খ্রি: এর নির্দেশনা মোতাবেক বিগত ১৪.০৩.২০২৩ খ্রি. তারিখ হতে লক্ষ্মীপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের দৈনিক কার্য তালিকা (কজ লিস্ট) Online cause List Management System (OCMS)এর আওতায় অনলাইনে প্রদর্শিত হচ্ছে।
এই ট্রাইব্যুনালের দৈনিক বিচার কার্যক্রম অর্থাৎ প্রতিদিনের মোকদ্দমার তারিখ, রায় ও আদেশ এবং হালনাগাদ তথ্যাদি পাওয়ার জন্য Visit করুন :
(1) causelist.judiciary.org.bd অর্থাৎ অথবা go0gle playstore হতে Download করুন :
(2) plays My court বা আমার আদালত App.