স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা: আহাম্মদ কবীর এর নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগের একটি টিম লক্ষ্মীপুর শহরের বিভিন্ন বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শনকালে লাইসেন্স না থাকায় শহরের দুটি প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে।
জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর সিভিল সার্জন ডা: আহাম্মদ কবীর এর নেতৃত্বে লক্ষ্মীপুর জেলা স্বাস্থ্য বিভাগের একটি টিম শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স পরিদর্শন শুরু করে। এ সময় লাইসেন্স না থাকায় নিউ লাইফ কেয়ার মেডিকেল সার্ভিসেস এবং ডেল্টা ল্যাব এন্ড ইমেজিং নামক দুটি প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়।
বন্ধ ঘোষিত ডায়াগনস্টিক সেন্টারসমূহের মালিকগনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সিভিল সার্জন ডা: আহাম্মদ কবীর সাংদিকদের জানান।
এ সময় জেলা ঔষধ তত্ত্বাবধায়ক ডালিম চন্দ্র দাস এবং কমিটির অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।