স্টাফ রিপোর্টারঃ “দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি” এ শ্লোগানে লক্ষ্মীপুর জেলা পুলিশ ও পুনাকের উদ্যোগে বনজ, ফলজ এবং ঔষধি গাছের চারা রোপনের মধ্যদিয়ে জেলাব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর সফল বাস্তবায়ন শুরু করা হয়েছে।
গত ৬ জুলাই লক্ষ্মীপুর পুলিশ লাইন্স’র চারিপাশের খালি জায়গায় বনজ, ফলজ এবং ঔষধি গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচী- ২০২৩ এর শুভ উদ্ভোধন করেন পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী সেলিনা মাহফুজ। এরপর থেকে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ (পুলিশ লাইন্স ক্যাম্পাস), পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ (মেঘনা রোড ক্যাম্প্যাস), কমলনগর, রায়পুর, রামগঞ্জ থানা, লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়িসহ লক্ষ্মীপুর জেলায় অবস্থিত পুলিশের ব্যবহৃত নিজস্ব স্থাপনা সংলগ্ন খালি জায়গায় পুলিশ সুপার ও পুনাক সভানেত্রীর উদ্যোগে শত শত ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়েছে।
পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ জানান, বৃক্ষরোপন কর্মসূচী কার্যক্রম চলমান রয়েছে। গোটা বর্ষাকালব্যাপী স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের আশ পাশের খালি জায়গায় বনজ, ফলজ এবং ঔষধি গাছের চারা রোপন করা হবে। তিনি দেশের স্বার্থে সবাইকে ন্যূনতম একটি করে বনজ, ফলজ এবং ঔষধি গাছ রোপন করে “দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি” এ শ্লোগানের সফল বাস্তবায়নের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এদিকে জেলা পুলিশের স্থাপনায় বৃক্ষরোপনের পাশাপাশি গত ১১ জুলাই (মঙ্গলবার) লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আবিরনগর গ্রামের বিভিন্ন এলাকায় বনজ, ফলজ এবং ঔষধি গাছের চারা রোপন করেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ। এ সময় সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মোসলেহ উদ্দিন উপস্থিত ছিলেন।