1. info@www.durjoynews24.com : দূর্জয় নিউজ ২৪ :
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
লক্ষ্মীপুরে মানব পাচারের শিকার ব্যক্তির আইনগত অধিকার বিষয়ক সংবেদনশীলতা অধিবেশন লক্ষ্মীপুরে সন্ত্রাস দমন ও অপরাধ প্রতিরোধকেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় সেমিনার চন্দ্রগঞ্জের বশিকপুরে পুলিশ সুপার ডে ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে কানের দুল আত্মসাতের জন্য শিশু হত্যা : গৃহবধূর আমৃত্যু কারাদন্ড লক্ষ্মীপুরে বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন লক্ষ্মীপুরে অপহরণ মামলার ভিকট্রিম ও বাদীর বিরুদ্ধে আসামী পক্ষের অপহরণ মামলা! আল-মুঈন ইসলামী একাডেমীর হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন জাতীয় শিশু দিবসে লক্ষ্মীপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে উপহার সামগ্রী বিতরণ পেস্টিসাইড অফিসার্স অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার নির্বাচন সম্পন্ন লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

লক্ষ্মীপুর জেলায় দুই বোনের এক স্বামী দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।

  • প্রকাশিত: শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৪ বার পড়া হয়েছে

আহম্মেদ জাহিদ লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি। দুই বোনের এক স্বামী। এ যেনো সিনেমাকে ও হার মানায়। অবিশ্বাস্য হলে ও ঘটনা সত্য।তাও আবার আমাদের রায়পুর পশ্চিমাঞ্চলের ২ নং চরবংশী তে।জানা যায়,১০ বছর আগে লক্ষ্মীপুর রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউপির যুবক সোহেলের সাথে পারিবারিকভাবে বিবাহ হয় দক্ষিণ চরবংশী ইউপির চরকাসিয়া গ্রামের মিয়ার হাটের আমির হোসেনেরে(৫৫) মেয়ে সালমা (২৬) আক্তারের সাথে।সালমার ঘরে দুটি মেয়ে ও ৫ দিনের একজন ছেলে শিশু রয়েছে।

সালমা আক্তার বেশীরভাগ সময়ই বাপের বাড়িতে থাকতেন।এই সুবাধে স্বামী সোহেল শ্বশুর বাড়িতে প্রায় আসা যাওয়া করতেন।সোহলে পেশায় একজন জেলে। সোহেলের কুনজরে পড়েন স্কুল পড়ুয়া ৭ম শ্রেণীর ছাত্রী শালিকা কাজলী আক্তার(১৪)।পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পড়েন শালিকা কাজলী আক্তার ও তার দুলাভাই সোহেল।

এনিয়ে স্থানীয়দের মাজে জানাজানি হলে তিন মাস আগে দফায় দফায় শালিস হয়।শালিসের কয়েকদিন পর কাজলী আক্তারকে নিয়ে উধাও হয়ে যান তার দুলাভাই সোহলে।

শুক্রবার (০৪ নভেম্বর) উত্তর চরবংশী ইউপির মৃধাকান্দি গ্রামের গাজি বাড়িতে সোহলের নিজ ঘরে স্থানীয় জনসাধারণের হাতে ধরা পড়েন সোহেল ও তার শালিকা কাজলী।পরে হাজীমারা ফাঁড়ির পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পৌছায়।পুলিশ ও জনসাধারণের সামনে সোহল ও তার শালিকা কাজলী নিজেদের স্বামী-স্ত্রী বলে দাবি করেন।তবে কোনো কাগজপত্র দেখাতে পারেনি দুজনই।

ঘটনার সময় কাজলী আক্তার বলেন,সোহেল আমরা বড় বোনের স্বামী।এখন আমরা দুজন স্বামী-স্ত্রী।তিন মাস আগে ঢাকায় কাজীর মাধ্যমে বিয়ে হয়।তিন মাস যাবত সোহেল আমার সাথে সংসার করতেছে।কয়েকবার শারীরিক মেলামেশা হয়েছে।সর্বশেষ তিনদিন আগে ঘটনাস্থলে শারীরিক সম্পর্ক হয়।বিয়ের কোনো কাগজ আছে কিনা? এমন প্রশ্নের উত্তরে কাজলী বলেন, সোহেল আমাকে মারার কারনে আমি কাগজপত্র ছিঁড়ে ফেলে দেই।

অভিযুক্ত সোহেল বলেন, আমরা দুজন স্বামী-স্ত্রী।তিন মাস আগে আমাদের ঢাকায় বিয়ে হয়।কাজলী বড় বোন সালমা আপনার কী হয়? এমন প্রশ্নের উত্তরে বলেন, সালমাও আমার স্ত্রী।

এদিকে সোহেলের স্ত্রী সালমা জানান,তার দুটি মেয়ে রয়েছে।দীর্ঘদিন যাবত কোনো খোজ খবর নেয় না সোহেল। মাছ তার বোন কাজলী আক্তার ও সোহেলের পরকীয় প্রেমের বিষয়টি নিয়ে কয়েকবার শালিস হয়।মাছ শিকারের জন্যে মাওয়া আছেন সোহেল জানান।

শালিসের কয়েকদিন পরই দুজনই উধাও হয়ে যায়।গতকাল শুক্রবার রাতে জানতে পারি কাজলী ও সোহেল দুজনকে একসাথে স্থানীয়রা ধরেছে।

কাজলীর মা হালিমা বলেন,কয়েক মাস আগে কাউকে কিছু না বলে ঢাকায় চলে যায় কাজলী।পরে শুনি গার্মেন্টসে কাজ করতেছে।কিছুদিন আগে বাড়িতে একবার এসে আবার চলে গিয়েছে।গতকাল রাতে জানতপ পারি কাজলী সোহেলের সাথে একসাথে আছে।

এবিষয় রায়পুর-রামগঞ্জ জোনের এএসপি স্পীনা রানী প্রামাণিক জানান,রামগঞ্জের মিটিংয়ে ছিলাম। ফাঁড়ির আইসি আমাকে ফোন দিয়েছিল।তবে বিষয়টি সম্পর্কে ক্লিয়ারভাবে সম্পূর্ণ অবগত নয়।

সূত্রঃ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।

সংবাদটি শেয়ার করুন

আরো খবর

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: নাজমুল রনি