ডেস্ক রিপোর্ট : লক্ষ্মীপুর জেলায় ১,১২৭ জন যক্ষারোগী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। যক্ষারোগের জন্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা করা এবং চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়ে থাকে। প্রত্যেকটি জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ব্র্যাকের রোগ নির্ণয় কেন্দ্রে বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা,চিকিৎসা এবং ঔষধ প্রদান করা হয়।
সোমবার (৬ মার্চ) জাতীয় নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে "যক্ষারোগী সনাক্তকরণ ও যক্ষারোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ব্যবসায়ীদের করণীয় শীর্ষক এক মতবিনিময়" সভায় এসব বিষয় জানানো হয়।
মতবিনিময় সভায় লক্ষ্মীপুর শহরের ৩০ জন ব্যবসায়ী অংশগ্রহণ করেন। লক্ষ্মীপুর বণিক সমিতির কার্যালয় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর।
স্বেচ্ছাসেবী সংস্থা বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি -নাটাব, লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মাইন উদ্দিন পাঠান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট চিকিৎসক নাটাব, জেলা শাখার সভাপতি ডা. রাকিবুল আহছান।
এ সময় অন্যান্যদের মধ্যে লক্ষ্মীপুর বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক মো. আমিনুর রহমান উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ কামাল উদ্দিন হাওলাদার
অফিস: অঙ্গশোভা ভবন, ৭ম তলা, চকবাজার, লক্ষ্মীপুর ৩৭০০, বাংলাদেশ।
মোবাইল: ০১৭৪৮৯০৩১৭০