দূর্জয় ডেস্ক: জেলা পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্যদের সাথে লিঙ্গ ভিত্তিক সহিংসতা উগ্র সহিংসতা ও মানব পাচারের শিকার ব্যক্তির আইনগত অধিকার বিষয়ক সংবেদনশীলতা অধিবেশন ২০ মার্চ বিকেলে জেলা লিগ্যাল এইড কমিটি ও বেসরকারী প্রতিষ্ঠান এইড কুমিল্লার আয়োজনে জেলা ও দায়রা আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ মো: রহিবুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক মো: সাদেকুর রহমান, জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ উম্মা বিবি, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো: আবু ইউসুফ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পিয়াংকা দত্ত, লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড: আহমদ ফেরদৌস মানিক, সাধারণ সম্পাদক মো: হাসান, লক্ষ্মীপুর জজকোর্টের পিপি এ্যাড: জসিম উদ্দিন, লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক অফিসার ডা: আনোয়ার হোসেন, জেলা সমাজ সেবার উপ পরিচালক নুরুল ইসলাম পাটোয়ারী, এইড কুমিল্লা ইউএসআইডি পিপিজি লক্ষ্মীপুর প্রোগ্রাম ম্যানেজার শাহিন আক্তার প্রমুখ।
এসময় জনপ্রতিনিধি, চেয়ারম্যানসহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।