ডেস্ক রিপোর্ট : লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী ষ্টেশন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ভিডিও কনফারেন্স মাধ্যমে উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তৃতীয় দফায় দেশে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর মডেল মসজিদ উদ্বোধন অনুষ্ঠানটি সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সম্প্রচার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-০২ আসনের সংসদ সদস্য এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন এমপি, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান এ.কে.এম সালাহউদ্দিন টিপু ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইমরান হোসেনসহ প্রমুখ।
পরে অতিথিরা উপজেলার বটতলী বাজার এলাকায় অবস্থিত মডেল মসজিদটি পরিদর্শন করেন এবং সাধারণ মুসল্লীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে ১২ কোটি ২০ লাখ টাকা।
গণপূর্ত ও জেলা ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, সদর উপজেলার বটতলি এলাকায় নির্মিত হয়েছে এ নয়নভিরাম মসজিদটি। নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে সিকিউরিটি গার্ড রুম। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত সুবিশাল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সে নারী ও পুরুষদের পৃথক ওজু ও নামাজ আদায়ের সুবিধা, লাইব্রেরী, গবেষণা কেন্দ্র, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, পবিত্র কুরআন হেফজ বিভাগ, শিশু শিক্ষা, অতিথিশালা, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজ্জযাত্রীদের নিবন্ধন প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ, অটিজম কেন্দ্র, গণশিক্ষা কেন্দ্র, ইসলামী সাংস্কৃতি কেন্দ্র থাকবে। এছাড়া ইমাম-মুয়াজ্জিনদের আবাসানসহ সাংস্কৃতিক কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা এবং গাড়ি পাকিং সুবিধা রাখা হয়েছে। রয়েছে সুউচ্চ ৯০ ফুট মিনার। জেলা গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে নির্মাণাধীন মডেল মসজিদের ভৌত অবকাঠামো বাস্তবায়িত হচ্ছে।
মডেল মসজিদ নির্মাণ হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। তারা জানান, এ উপজেলায় এটিই প্রথম আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ দৃষ্টিনন্দন মসজিদ। নির্মাণশৈলীতে মুগ্ধ হবে যে কেউ। মসজিদটি দেখতে প্রতিদিনই জেলার বিভিন্ন স্থান থেকে আগতরা ভীড় জমান।