1. info@www.durjoynews24.com : দূর্জয় নিউজ ২৪ :
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
লক্ষ্মীপুরে মানব পাচারের শিকার ব্যক্তির আইনগত অধিকার বিষয়ক সংবেদনশীলতা অধিবেশন লক্ষ্মীপুরে সন্ত্রাস দমন ও অপরাধ প্রতিরোধকেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় সেমিনার চন্দ্রগঞ্জের বশিকপুরে পুলিশ সুপার ডে ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে কানের দুল আত্মসাতের জন্য শিশু হত্যা : গৃহবধূর আমৃত্যু কারাদন্ড লক্ষ্মীপুরে বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন লক্ষ্মীপুরে অপহরণ মামলার ভিকট্রিম ও বাদীর বিরুদ্ধে আসামী পক্ষের অপহরণ মামলা! আল-মুঈন ইসলামী একাডেমীর হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন জাতীয় শিশু দিবসে লক্ষ্মীপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে উপহার সামগ্রী বিতরণ পেস্টিসাইড অফিসার্স অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার নির্বাচন সম্পন্ন লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

লক্ষ্মীপুরে ভিক্ষুকের কোলে ৬ মাসের শিশুপুত্রকে রেখে নিরুদ্দেশ মা, পাশে দাঁড়ালেন পুলিশ সুপার

  • প্রকাশিত: বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৯৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

লক্ষ্মীপুর মডেল থানাধীন পৌরসভার ১০নং ওয়ার্ড উত্তর মজুপুর এলাকায় একজন অপরিচিত মহিলা তার শিশু সন্তানকে ওয়াশরুমে যাবার কথা বলে বৃদ্ধা ভিখারিনীর নিকট রেখে নিরুদ্দেশ হয়ে যায়। এ ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ওই শিশুকে দেখতে যান লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ। আজ (বুধবার) দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর এলাকায় আধুনিক হাসপাতালের সামনে এ দুঃখজনক ঘটনা ঘটে

ভিখারিনী সালমা বেগম (৭০) জানান, তিনি রাস্তায় রাস্তায় ভিক্ষা করেন। ভিক্ষা করার জন্য তিনি আধুনিক হাসপাতালের সামনে গেলে হঠাৎ করে অচেনা এক নারী এসে শিশুটিকে তার কোলে রাখেন। ওয়াশ রুম থেকে একটু আসি বলে ওই নারী প্রায় তিন ঘণ্টায়ও আর ফেরেননি। পরে বিষয়টি তিনি স্থানীয়দের জানান। বৃদ্ধা সালমা বেগম লক্ষ্মীপুর পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার মৃত আবদুস সোবহানের স্ত্রী।

সংবাদ পেয়ে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ ঘটনাস্থলে ছুঁটে যান এবং ভিক্ষুকের কোলে রেখে যাওয়া বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে আদর করেন। তিনি শিশুটির খোঁজ খবর নেন এবং শিশুটির পরিচয় শনাক্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
শিশুটি বর্তমানে পৌর সভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জসিম উদ্দিনের তত্ত্ববধানে রয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘ সময় ধরে বৃদ্ধা সালমা বেগম শিশুটিকে নিয়ে বসে ছিলেন। পরে শিশুটিকে রেখে তার মা পালিয়ে যাবার বিষয়টি আশপাশের লোকজনকে জানান তিনি। খবর পেয়ে লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ সেখানে গিয়ে বিষয়টি শহর পুলিশ ফাঁড়িকে জানান। শিশু রেখে সটকে পড়া নারী আসলেই শিশুটির মা কি- না; তাও জানা যায়নি।

কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ বলেন, ঘটনাটি খুব দুঃখজনক। নিষ্পাপ শিশুটিকে ভিক্ষুকের কোলে রেখে তিন ঘণ্টায়ও ফেরেননি তার মা। আশপাশের কেউই ওই নারীকে চেনেন না।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবদুল ওয়াদুদ বলেন, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের জন্যে আধুনিক হাসপাতালের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেছি। কিন্তু কেউ কোনো তথ্য দিতে পারেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো খবর

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: নাজমুল রনি