স্টাফ রিপোর্টারঃ লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, বার বার নির্বাচিত পৌর মেয়র, বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
রবিবার (১৯ মার্চ) সকাল ১১টার দিকে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ ও মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবুর রহমানের উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
এরপর আজিম শাহ জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মহিউদ্দিনের ইমামতিতে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, লক্ষ্মীপুর-৩ সদর আসনের সংসদ সদস্য শাহাজাহান কামাল, লক্ষ্মীপুর- ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু,যুবলীগ নেতা হাবিবুর রহমান পবন, শামসুল ইসলাম পাটোয়ারী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কবির পাটোয়ারি, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মরহুমের জানাজা নামাজে বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
জানাজা শেষে লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্ছানগর গ্রামের পারিবারিক কবরস্থানে পিতা মাতার কবরের পাশে তাঁর মরদেহ সমাহিত করা হয়।