স্টাফ রিপোর্টার: “রুপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন” এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ২ এপ্রিল (রবিবার) সকালে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরান হোসেন।
বক্তব্য রাখেন, সহকারী পরিচালক আবদুর রহমান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা নাঈমা জান্নাত, ডা: নিরুপম সরকার প্রমুখ। এসময় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ ৩৪ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরন করেন।