1. info@www.durjoynews24.com : দূর্জয় নিউজ ২৪ :
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৬ অপরাহ্ন

লক্ষ্মীপুরে বর্ণ্যাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১৩১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এই প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুর জেলায় বর্ণ্যাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩ পালিত হয়েছে।

আজ (শুক্রবার) সকালে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা জজ আদালত প্রাঙ্গণে আলোচনা সভা মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম। আলোচনা সভায় লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ভার্চুয়ালি যুক্ত হন।

লক্ষ্মীপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ মু. নুরুল আফছার এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ সাদেকুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুমিনুল হাসান, জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দা আমিনা ফাহিম, সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ জসিম উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আহম্মেদ ফেরদৌস মানিক, সাধারণ সম্পাদক হাসান আল মাহমুদ ও জেলা লিগ্যাল এইড অফিসার উম্মে বিবি নিতু প্রমুখ।

এ সময় লক্ষ্মীপুর ল্যান্ড সার্বে ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ মনির হোসাইনসহ অন্যান্য আদালতের বিচারক, আইনজীবী সমিতির সদস্যবৃন্দ ও লিগ্যাল এইড’র সুবিধাভোগীগণ উপস্থিত ছিলেন।

বক্তাগন তাদের বক্তব্যে বিনামূল্যে আইনি সহায়তা দেবার নানা দিক তুলে ধরে অসহায় ও বঞ্চিতদের পাশে থাকায় সরকারের ভূয়সী প্রশংসা করেন। পরে বিশেষ সেবা প্রদানের জন্য লিগ্যাল এইড এর প্যানেল আইনজীবী হাসান আল মাহমুদ ও রিনা পারভীনকে বর্ষসেরা নির্বাচন করে সম্মাননা স্বারক তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় লিগ্যাল এইড’র দু’জন সুফলভোগী তাদের বক্তব্য তুলে ধরেন।

জানা যায়, লিগ্যাল এইডের মাধ্যমে লক্ষ্মীপুর জেলায় ৩৩৪টি মামলা দায়ের হয়। এর মধ্যে ১৭৫টি মামলা নিষ্পত্তি হয়। এছাড়া ৪৯০টি এডিআর এর মধ্যে ৩০৭টি নিষ্পত্তিসহ ২৯ লাখ ৫ হাজার টাকা অর্থ আদায় হয়। গত বছরে লক্ষ্মীপুর লিগ্যাল এইড’র ৩৫০ জন উপকারভোগী ছিলেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো খবর

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: : ইয়োলো হোস্ট