স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে (শুক্রবার) সকালে লক্ষ্মীপুর কালেক্টরেট ভবন প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন সাবেক বিমান মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম শাহজাহান কামাল এমপি, লক্ষ্মীপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।
বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ এবং লক্ষ্মীপুর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।
এরপর পর্যায়ক্রমে লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মিঞা মোহাম্মদ গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাছুম ভুঁইয়া, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ এবং অঙ্গসংগঠনসমূহ, সরকারী-বেসরকারী দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভা, কেক কাটা এবং পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়।