স্টাফ রিপোর্টার: ‘‘কর্তব্যের তরে, করে গেল যারা আত্মবলিদান, প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান’’ এ স্লোগানে পহেলা মার্চ ২০২৩ইং পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষ্যে পুনাক লক্ষ্মীপুর কর্তৃক শহীদ ও কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের স্মরণে পুলিশ মেমোরিয়াল স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) লক্ষ্মীপুর জেলার সভানেত্রী সেলিনা মাহফুজ। এ সময় পুনাকের অন্যান্য সদস্যাগণ উপস্থিত ছিলেন।