অনলাইন ডেস্ক: পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) লক্ষ্মীপুর এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) লক্ষ্মীপুর জেলার সভানেত্রী সেলিনা মাহফুজ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ।
অদ্য ০৯ মার্চ (বৃহস্পতিবার) লক্ষ্মীপুর পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহমুদুল হাসান, ডিআইও-১, মোঃ আজিজুর রহমান মিয়া, আরআই (পুলিশ লাইন্স) সহ লক্ষ্মীপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো’র সঞ্চালনায় অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় নারী এসআই প্রতিভা রানী বর্মন, নারী এএসআই পারভীন আক্তার, নারী কনস্টেবল নাজরীন আক্তার, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সালমা বেগম, শাহীন সুলতানা মুকুল, লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।