স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে নাগরিক কমিটির উদ্যোগে বিদায়ী পুলিশ সুপার মো: মাহফুজ্জামান আশরাফ এর বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হলে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শাহজাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-০২ আসনের সংসদ সদস্য এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান, সিভিল সার্জন ডাঃ আহাম্মদ কবীর, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুল করিম, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া এবং লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিগগণ তাদের বক্তব্যে পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ এর ভূঁয়সী প্রশংসা করে তাঁর উত্তোরোত্তর সফলতা এবং সমৃদ্ধি কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন শ্রেণি পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক ও জনহিতকর প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত থেকে পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফকে বিদায় জানান।