এ কিউ এম সাহাব উদ্দিন : জাতীয় দৈনিক দেশ রুপান্তরের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান ১২ মার্চ (রোববার) সন্ধায় লক্ষ্মীপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কামাল উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেশ রুপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি এম জে আলম।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু, লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি হাফিজুর রহমান, সদর থানা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ, জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আহম মোস্তাকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, অধ্যাপক মাহামুদুল হক, সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন, সেলিম উদ্দিন নিজামী, মহি উদ্দিন ভূঁইয়া মুরাদ, জহির উদ্দিন, আতোয়ার রহমান মনির, হাবিবুর রহমান সবুজ, সাইফুল ইসলাম স্বপন, আনোয়ারের রহমান বাবুল, কামাল উদ্দিন,শহিদুল আলম বাবু, জহিরুল ইসলাম শিবলু, মো: রবিউল ইসলাম খান, নাজিম উদ্দিন রানা, মাসুদুর রহমান খান ভুট্টো, রাকিব হোসেন রণি, রাকিব হোসেন, গাজী মমিন প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শেষ করে।