স্টাফ রিপোর্টার: জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন লক্ষ্মীপুর- ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি।
লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়। উদ্বোধন শেষে মেলার স্টলগুলো অতিথিবৃন্দ ঘুরে ঘুরে দেখেন।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান মোস্তফা স্বপন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান জানান, উন্নয়ন মেলায় সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে তুলে ধরা, জনগণকে উন্নয়ন কাজের সাথে সম্পৃক্ত করা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, এমডিজি অর্জনে সরকারের সাফল্য, এসডিজি কার্যক্রমে জনগণকে উদ্বুদ্ধকরণ, বিনিয়োগ পরিকল্পনা ও ব্যক্তিখাতে উদ্যোক্তা সৃষ্টি এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ২৬টি স্টল বসেছে।
উদ্ভোধনী অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সচিবসহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।