ডেস্ক রিপোর্ট : প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্য সঙ্গে নিয়ে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (৮ মার্চ) সকালে কালেক্টরেট ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা মিলিত হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও এলজিইডির যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী শাহ আলম পাটওয়ারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা জোবেদা খানম, বনশ্রী পাল চৌধুরী ও পারভীন হালিম প্রমুখ।