1. info@www.durjoynews24.com : দূর্জয় নিউজ ২৪ :
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
লক্ষ্মীপুরে স্বামীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদন্ড লক্ষ্মীপুরে আভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় এক জনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড লক্ষ্মীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড লক্ষ্মীপুরে মাকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড লক্ষ্মীপুরে হত্যা মামলায় দুই পুত্রসহ পিতার যাবজ্জীবন কারাদন্ড লক্ষ্মীপুরে মহান মে দিবস পালিত লক্ষ্মীপুরে বর্ণ্যাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ভবানীগঞ্জে শাহজাহান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান মায়ের ধারাবাহিক অনৈতিক কর্মকান্ডে অতীষ্ট হয়ে রাগে ক্ষোভে পুত্র কর্তৃক মাকে হত্যা

লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় এক জনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড

  • প্রকাশিত: বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৫৪ বার পড়া হয়েছে

দূর্জয় অনলাইন ডেস্ক: লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় আক্তার হোসেন (২৬) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন লক্ষ্মীপুর জেলা আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় রনি ওরফে আরমান (২৬) নামে একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক, সিনিয়র জেলা জজ মো: রহিবুল ইসলাম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায়ের পর দণ্ডপ্রাপ্ত আসামিকে সাজা পরোয়ানামুলে লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এড. মো: জসিম উদ্দিন রায়ের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

দন্ডপ্রাপ্ত আক্তার হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার কাশিপুর গ্রামের মো: দ্বীন ইসলামের পুত্র। খালাসপ্রাপ্ত রনিও একই গ্রামের নুরুল ইসলামের পুত্র।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে অস্ত্র উদ্ধারে অভিযান চালায় পুলিশ। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বসত ঘরে অবস্থানরত আসামিরা টিনের জানালা ভেঙ্গে পালিয়ে যায়। পরে পুলিশ তাদের ঘর তল্লাশি করে সানসেটের উপর হতে একটি বার বোর শটগান ও একটি একনলা বন্দুক উদ্ধার ও জব্দ করেন। এ ঘটনায় ওই রাতে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক বাদী হয়ে আক্তার ও রনিকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা চদ্রগঞ্জ থানার এসআই পুলেন বড়ুয়া আসামি আক্তার ও রনিকে অভিযুক্ত করে একই বছরের ১৭ মার্চ আদালতে তদন্ত প্রতিবদেন দাখিল করেন।

আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আক্তার হোসেনকে ১০ বছরের সাজা দেন। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় রনিকে বেকসুর খালাস দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো খবর

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: নাজমুল রনি