স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, ষ্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী, ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে আজ (রবিবার) লক্ষ্মীপুরের জেলা প্রশাসক কার্যলয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ০২ আসনের সাংসদ এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ এর সভাপতিতে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) নূর ই আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান হোসেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ নুরুল ইসলাম পাটোয়ারীসহ সমাজ সেবা বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সুবিধাভোগী রোগী ও তাদের স্বজনরা উপস্থিত ছিলেন।
জানা যায়, লক্ষ্মীপুরের ৫ টি উপজেলা ও লক্ষ্মীপুর পৌরসভা এলাকার ২০৬ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে ১ কোটি ৩ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
দূর্জয় নিউজ/সাইফুল