1. info@www.durjoynews24.com : দূর্জয় নিউজ ২৪ :
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
লক্ষ্মীপুরের রামগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলে সবুজের স্বপ্ন মেলা লক্ষ্মীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ডিসির নিকট অভিযোগ লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সেই অধ্যক্ষ এখনও বহাল তবিয়তে! লক্ষ্মীপুর জেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে লাইসেন্স‍বিহীন দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী স্থানীয় সরকার উন্নয়ন মেলার উদ্বোধন সমাজের বাস্তব চিত্র তুলে ধরলে মানুষ সাংবাদিকদের সম্মান করে: এমপি নয়ন রামগতিতে জোড়া খুন মামলার আসামী গ্রেফতার প্রকাশিত সংবাদের প্রতিবাদ লক্ষ্মীপুরে পিডিবি নির্বাহী প্রকৌশলীর দুর্নীতি নিয়ে জেলা আইন-শৃঙ্খলা মিটিংয়ে ক্ষোভ প্রকাশ

লক্ষ্মীপুরে অপহরণ মামলার ভিকট্রিম ও বাদীর বিরুদ্ধে আসামী পক্ষের অপহরণ মামলা!

  • প্রকাশিত: শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৯২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ লক্ষ্মীপুর সদর উপজেলার বিনোদ ধর্মপুর গ্রামে চাঞ্চল্যকর হাফেজ মোবারক হোসেন রাশেদ অপহরণ মামলার ৩নং আসামী ইব্রাহীম খলিল জাবেদ পুলিশী অভিযানে আত্মগোপনে থাকাবস্থায় তাকে অপহরণ করা হয়েছে মর্মে হাফেজ মোবারক হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর কোর্টে অপহরণ মামলা দায়ের করা হয়েছে। মুক্তিপণ আদায়ের জন্য একজন কোরআনে হাফেজকে অপহরণ এবং ঘটনাকে ধামাচাপা দেবার উদ্দেশ্যে বাদী ও ভিকট্রিমের বিরুদ্ধে মিথ্যা অপহরণ মামলা দায়েরের ঘটনায় এলাকায় চঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী হাফেজ মোবারক হোসেন রাশেদ অপহরণ মামলার আসামীদের গ্রেফতার, অপহরণের রহস্য উদ্ঘাটন এবং তাদের বিরুদ্ধে আসামী পক্ষের দায়েরকৃত নাটকীয় অপহরণ মামলার বাদীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।

এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, গত পহেলা মার্চ সদর উপজেলার বিনোদ ধর্মপুর গ্রামের জালাল হাফেজ বাড়ির সফিক উল্যার পুত্র হাফেজ মোবারক হোসেন রাশেদ অপহৃত হয়। হাফেজ রাশেদ মান্দারী ইউনিয়নের গন্ধর্ব্যপুর গ্রামের আতর আলী ভূঁইয়া বাড়ি জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। নিজ বাড়ির একটি পক্ষের সাথে তাদের জায়গা জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে প্রতিপক্ষ এবং তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা পহেলা মার্চ দুপুর ২ ঘটিকার সময় হাফেজ রাশেদকে আমিন বাজার থেকে সিএনজি যোগে অপহরণ করে চন্দ্রগঞ্জ থানাধীন চরচামিতা রাইস মিলের পিছনের বাগানে নিয়ে নিষ্ঠুর নির্যাতন চালায়। এ সময় সন্ত্রাসীরা হাফেজ রাশেদের ব্যবহৃত ০১৭৪০৯২৬৭৭১ মোবাইল নম্বার থেকে তার ভাই আলমের ০১৩২২৯৬২০৯২ মোবাইল নাম্বারে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তখন অপহরণকারীরা মুক্তিপণের টাকা পাঠানোর জন্য ০১৮১২৬১৩৬১৮ বিকাশ নম্বর দিলে উক্ত নাম্বারে মুক্তিপণ বাবত ২৫ হাজার টাকা প্রদান করা হয়।

এদিকে হাফেজ রাশেদের পরিবারের পক্ষ থেকে ঘটনাটি চন্দ্রগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হলে চন্দ্রগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে হাফেজ রাশেদকে অপহরণকারীদের কবল থেকে উদ্ধার করে এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়া চিকিৎসা করায়। এ ঘটনায় রাশেদের বড় ভাই আলম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানার মামলা নং- ০৩ তারিখ ০২.০৩.২০২৩ইং। দঃবিঃ ১৪৩/৩৬৫/৩৪২/৩২৩/৫০৬ (২) ধারা দায়ের করে। উক্ত মামলার ১নং আসামী মোজাম্মেল হোসেন আনাছ বর্তমানে লক্ষ্মীপুর জেলা কারাগারে রয়েছে।

উক্ত মামলার ৩নং আসামী ইব্রাহিম খলিল জাবেদ মধ্যপ্রাচ্যের ওমান প্রবাসী। তিনি ওমানে গাড়ি চালান। কয়েক মাস আগে ছুটিতে দেশে এসে প্রতিপক্ষের উপর ব্যপক তান্ডব চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। জাবেদ এবং তার ভাই ওসমান গণি হাফেজ রাশেদ অপহরণের মাস্টার মাইন্ড বলে জানা গেছে।

গত পহেলা মার্চ হাফেজ রাশেদ অপহরণের ঘটনায় পরদিন চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের হলে পুলিশী অভিযানে ইব্রাহিম খলিল জাবেদ আত্মগোপন করে। প্রাপ্ত তথ্য মতে, আত্মগোপনে থেকেই গত ১৫ মার্চ জাবেদ ওমান ফাড়ি জমায়। বাংলাদেশ ত্যাগ করার পর দিন তার চাচা আবুল হোসেন বাদী হয়ে তার ভাতিজা ইব্রাহীম খলিল জাবেদ অপহৃত হয়েছে মর্মে লক্ষ্মীপুর সদর কোর্টে তাদের প্রতিপক্ষ ভিকট্রিম হাফেজ মোবারক হোসেন রাশেদ, বাদী আলমসহ কয়েকজনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো খবর

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: : ইয়োলো হোস্ট