1. info@www.durjoynews24.com : দূর্জয় নিউজ ২৪ :
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:৩৩ অপরাহ্ন

লক্ষ্মীপুরের রায়পুরে চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৫১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রায়পুরে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই করে পালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ অক্টোবর) সকালে রায়পুর উপজেলার ৭নং বামনী ইউনিয়নে কলাকোপা গ্রামের হাজী বাড়ির একটি সুপারী বাগান থেকে অটোরিকসাা চালক শাহ আলম স্বপনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত অটোরিকসা চালক লক্ষ্মীপুর সদর উপজেলার আবিরনগর এলাকার মোঃ শাহজাহান মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার সকালে লোকজন রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় ওই এলাকার হাজী বাড়ির সামনের রাস্তার পাশে সুপারী বাগানে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানান। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের রক্তাক্ত লাশ উদ্ধার করে। নিহতের প্যান্টের পকেটে থাকা আইডি কার্ড থেকে পরিচয় শনাক্ত করা হয়।

নিহতের স্বজনরা জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার আবিরনগর এলাকা থেকে অটোরিকসা নিয়ে ঘর থেকে বের হন শাহ আলম স্বপন। এরপর আর ঘরে ফিরে আসেননি তিনি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে অটেরিকসা ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

রায়পুর থানার অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযানের পাশাপাশি মামলার প্রস্তুুতিও চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো খবর

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: : ইয়োলো হোস্ট