স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ সময়ে লক্ষ্মীপুরের মেঘনায় মাছ শিকার করায় মৎস্য সংরক্ষণ আইনে এক জেলেকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মকবুল হোসেন।
দন্ডপ্রাপ্ত জেলের নামে মোঃ পাবেল হোসেন (২৪)। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র।
আজ (সোমবার) দুপুরে মেঘনা নদীতে কোষ্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে পাবেলকে আটক করে।
এ সময় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সারোয়ার জামান উপস্থিত ছিলেন।
মেঘনা নদীতে নিষিদ্ধ সময়ে মাছ শিকার রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিষ্ট্রেট মো: মকবুল হেসেন।