অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন বশিকপুর ইউনিয়নের আলোচিত আব্দুল্লাহ আল নোমান ও রাকিব ইমাম হত্যার ঘটনায় জনমনে যেন আতঙ্ক সৃষ্টি না হয় এবং ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে জেলা পুলিশের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে শনিবার রাতে বশিকপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা সংক্রান্ত আকস্মিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় ইউনিয়নের শত শত মানুষ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, নোমান-রাকিব হত্যাকান্ডের পর বশিকপুরের মানুষের মাঝে কিছু শংকা ও সংশয় কাজ করছিলো, স্থানীয়দের মোবাইল ফোনে ভয়ভীতি সম্পর্কিত কিছু মেসেজ এসেছিল। এজাহার নামীয় আসামীদের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে ভীতি ও বিভ্রান্ত ছড়াতে এবং পুলিশের তদন্ত কার্যক্রমকে ভিন্নখাতে প্রবাহিত করতে কৌশলে গুজব ও আতংক ছড়ানো হয়েছিল। কিন্তু তাদের এসব অপকৌশল ভেস্তে গেছে।
পুলিশ সুপার আরও বলেন, পুলিশ সর্বদাই জনগণের পাশে আছে। কোন ভয় আর আতংক নয়। অপরাধীদের নির্মূল করার লক্ষ্যেই পুলিশ কাজ করে হচ্ছে। জনগনের পাশে এসে ভয়, আতংক, শংঙ্কা দূর করতেই জেলা পুলিশের পক্ষ থেকে মতবিনিময় সভাসহ আইন শৃঙ্খলার উন্নয়নে এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা, ডিআইও-১ একেএম আজিজুর রহমান মিয়া, ওসি ডিবি, সাহাদাত হোসেন টিটো, অফিসার ইনচার্জ লক্ষ্মীপুর মডেল থানা মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন, অফিসার ইনচার্জ চন্দ্রগঞ্জ থানা, মোঃ তহিদুল ইসলামসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আরো উপস্থিত ছিলেন।