রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবাগত জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার)। শনিবার সন্ধ্যায় নগর ভবনে মেয়র দপ্তরে সাক্ষাৎকালে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।
এরপর রাজশাহী আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা। এ সময় রাজশাহী মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্যরে ভূয়শী প্রশংসা করেন নতুন জেলা পুলিশ সুপার।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. মতিউর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলম প্রমুখ।