1. info@www.durjoynews24.com : দূর্জয় নিউজ ২৪ :
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:২৮ অপরাহ্ন

রাজবাড়ী গোয়ালন্দ উপজেলা উপনির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ।

  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৫০ বার পড়া হয়েছে

বিধান কুমার বিশ্বাস।

গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আগামী ১০ ডিসেম্বর-২০ অনুষ্ঠিত উপনির্বাচনে অংশগ্রহনকারী সকল প্রার্থীর অনুকুলে প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন। ২৪শে নভেম্বর-২০ মঙ্গলবার গোয়ালন্দ উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সকল প্রার্থীদের উপস্থিতে প্রতীক বরাদ্দ করা হয়।

এ নির্বাচনে আগেই নির্ধারিত ছিল ক্ষমতাসীন দল আওয়ামীলীগ মনোনীত উপজেলা আওয়ামীলীগের জৈষ্ঠ সহ সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সিকে নৌকা ও বিএনপি মনোনীত মাহবুব আলমকে ধানের শীষ। নতুন ৩ প্রার্থীর মধ্যে, গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানীকে আনারস, গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়াম্যান এবিএম নুরুল ইসলামের ছেলে ডা. আরিফুজ্জামানকে ঘোড়া ও সুলতান শেখকে মোটরসাইকেল প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

নির্বাচন অফিসসূত্রে জানাযায়, এ উপজেলায় ১টি পৌরসভা ও ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এতে মোট ভোটার ৯১ হাজার ৫৪৪ জন। এরমধ্যে ৪৫হাজার ৫০০ মহিলা ও ৪৬হাজার ৪৪জন পুরুষ ভোটার।

উল্লেখ্য, নির্বাচিত চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম গত ১৭ অক্টোবর হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করলে উপজেলায় উপ-নির্বাচনের পক্রিয়া শুরু হয়।

অপরদিকে, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ- নির্বাচনে অংশগ্রহণকারী ডাঃ আরিফুজ্জামান সদ্য প্রয়াত সাবেক উপজেলা চেয়ারম্যান এবিএম নুরুল ইসলামের মেঝো ছেলে। তিনি, চট্টগ্রাম থেকে এমবিবিএস শেষ করে নিজেকে গোয়ালন্দের অসহায় রোগীদের বিনামুল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। গোয়ালন্দবাসীর বৃহত্তর সেবায় নিজেকে উৎসর্গ করতে গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান পদে উপ- নির্বাচনে অংশগ্রহণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো খবর

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: : ইয়োলো হোস্ট