1. info@www.durjoynews24.com : দূর্জয় নিউজ ২৪ :
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ঢাকাইয়া’ আকবর লক্ষ্মীপুরে গ্রেফতার লক্ষ্মীপুরের কমলনগরে ধ্বসে পড়েছে চার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ব্রিজের তিনটি গার্ডার লক্ষ্মীপুরের রামগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলে সবুজের স্বপ্ন মেলা লক্ষ্মীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ডিসির নিকট অভিযোগ লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সেই অধ্যক্ষ এখনও বহাল তবিয়তে! লক্ষ্মীপুর জেলা স্বাস্থ্য বিভাগের অভিযানে লাইসেন্স‍বিহীন দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী স্থানীয় সরকার উন্নয়ন মেলার উদ্বোধন সমাজের বাস্তব চিত্র তুলে ধরলে মানুষ সাংবাদিকদের সম্মান করে: এমপি নয়ন রামগতিতে জোড়া খুন মামলার আসামী গ্রেফতার

রাজবাড়ীর ডাঃ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ নিয়োগে অনিয়মের জন্য নিয়োগ স্থগিত।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৪৫ বার পড়া হয়েছে

বিধান কুমার বিশ্বাস রাজবাড়ী।

রাজবাড়ী জেলার ডাঃ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ নিয়োগে অনিয়মের জন্য নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে।
সহকারী অধ্যাপক, চৌধুরী আহসানুল করিম হিটুকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে ৩ কর্মদিবসের মধ্যে দায়িত্ব প্রদানের জন্য গত ১৮ই অক্টোবর কলেজ গভর্নিং বডির সভাপতিকে নির্দেশ প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল কাদেরের স্বাক্ষরিত ১৮ই অক্টোবর ২০২০ এর ৩৭.০২.০০০০.১০৫.২২.০৪৮.১৯.৩৮৬ নম্বর স্মারক সম্বলিত পত্রে উল্লেখ করা হয়, রাজবাড়ী জেলার ডাঃ আবুল হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম গত ৮ই জুলাই ২০২০ তারিখে অবসরে গিয়েছেন। বিধিমালা অনুসারে সিনিয়র শিক্ষকের উপর দায়িত্ব হস্তান্তরের বিধান রয়েছে তা সত্ত্বেও অত্র কলেজের প্রভাষক খন্দকার ফারুক আহম্মেদ এর নিকট সাময়িক ভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। নিয়ম অনুযায়ী চৌধুরী আহসানুল করিম সিনিয়র শিক্ষক। মাউশি অধিদপ্তর এর স্মারক নং ৩৭.০২.০০০০.১০৫.৯৯.০১০.২০১৮-১৮৩১, তারিখে-১৩ই মে ২০১৯ মোতাবেক সিনিয়র শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করার জন্য জরুরী বিজ্ঞপ্তি জারি করা হয়।

এমতাবস্থায়, তিন কর্মদিবসের মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে চৌধুরী আহসানুল করিমের নিকট ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানের জন্য গভর্নিং বডির সভাপতিকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায়, সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাউশি’র নির্দেশনার পত্রটি কলেজে পৌছালেও এ রিপোর্ট লেখা পর্যন্ত চৌধুরী আহসানুল করিম ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাননি।

অপরদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ স্বাক্ষরিত গতকাল ১৯ই অক্টোবর ২০২০ তারিখে নং-৭২০/ক/স্বী/৯৬/১৩ স্মারকের পত্রে কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য প্রাক্তন অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলালের বিদ্যোৎসাহী সদস্য পদ স্থগিত করা হয়েছে।

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর ২৯ ই সেপ্টেম্বার ২০২০ তারিখের পত্র এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার ১৭ ই আগষ্ট ২০২০ তারিখের কলেজ শাখা/RAJBARI/113489/2000388, নং স্মারক উল্লেখ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার উক্ত পত্রে বলা হয়, রাজবাড়ী জেলার সদর উপজেলাধীন “ডাঃ আবুল হোসেন কলেজ এর গভর্নিং বডির বিদ্যোসাহী সদস্য এবিএম মঞ্জুরুল আলমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে উক্ত কলেজের শিক্ষকদের মধ্যে অসন্তোষ ও শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ার আশংকায় তার বিদ্যোৎসাহী সদস্য পদ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর পত্র নং- কলেজ শাখা/RAJBARI/Il3489/2000384, তারিখ ঃ ১৭ই আগস্ট ২০২০ এতদ্বারা স্থগিত করা হলো।

অনিয়মের বিষয়টি সচেতন মহলে জানাজানি হলে অবৈধভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালনকারী প্রভাষক খন্দকার ফারুক আহম্মেদকে সরিয়ে গভর্নিং বডি ফের জ্যেষ্ঠতা লংঘন করে প্রভাষক মোঃ আতিয়ার রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করেছে। রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার এ কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করছেন।

রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়ার কৃতি সন্তান শিক্ষানুরাগী লন্ডন প্রবাসী চিকিৎসক ডাঃ আবুল হোসেনের উদ্যোগে ও অর্থায়নে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত ডাঃ আবুল হোসেন কলেজ প্রতিষ্ঠিত হয়। কিন্তু বর্তমানে অধ্যক্ষ নিয়োগে অশুভ পাঁয়তারা ও কলেজের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্টদের স্বচ্ছতা না থাকায় কলেজটির ভবিষ্যৎ নিয়ে সচেতন অভিভাবক মহলে প্রশ্ন দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো খবর

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: : ইয়োলো হোস্ট