অভিনয় দক্ষতা দিয়ে অনুরাগীদের মণিকোঠায় স্থান করে নিয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। ছোট পর্দায় তিনি নিয়মিত মুখ। জনপ্রিয় এই অভিনেত্রী এবার প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে অভিনয় করছেন।
জানা গেছে, রুবেল হাসান পরিচালিত ‘চিংকি পিংকি’ নাটকে তাকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। নাটকটি নারীপ্রধান গল্পে নির্মিত হচ্ছে। যেখানে তিশা চিংকি ও পিংকি চরিত্রে অভিনয় করছেন। নাটকটির শুটিং শুরু হয়েছে।
তিনি আরও বলেন, “এ নাটকের গল্পটা নারীপ্রধান। সঙ্গে বলা যায় কমেডি ঘরানারও। আর চরিত্র দুটো বেশ ইন্টারেস্টিং, আমার কাজ করতে বেশ মজাই লাগছে।”
নতুন এ অভিজ্ঞতা প্রসঙ্গে তিশা বলেন, “আমি এর আগে কখনও দ্বৈত বা যমজ চরিত্রে অভিনয় করিনি। এবারই প্রথম। তাই একইসঙ্গে দুই বোনের যমজ চরিত্র করাটা আমার জন্য নতুন ও ভিন্ন এক অভিজ্ঞতা।”
তানজিন তিশা ছাড়া নাটকটিতে আরও অভিনয় করেছেন- শহীদুল আলম সাচ্চু, মনিরা মিঠু, তামিম মৃধা ও জাহের আলভি প্রমুখ, ইউটিউবে নাটকটি উন্মুক্ত করা হবে।