দেলোয়ার হোসেন
তরফদার
সিলেট বিভাগ ব্যুরো প্রধান
আসন্ন মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে ১ নং ওয়াডের কাউন্সিল পদপ্রার্থী জনাব এডভোকেট পাথ সারতি পালের উট পাখি প্রতিক এর অফিস উদ্বোধন করা হয়েছে আজ বিকাল ৩.৩০ ঘটিকায়, অফিস উদ্বোধন অনুষ্ঠানে উপস্তিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগ সভাপতি জনাব আমিনুল চৌধুরী আমিন,জেলা আওয়ামী লীগের সহসভাপতি,সাবেক ১ নং ওয়াডের কাউন্সিল জনাব সায়েদ আহমদ, জনাব কমলপাল,রিংকু পাল,ছাত্রলীগের জুবের খান,কংসু দেব,সহ ১ নং ওয়াডের অনেক গুনিজন,এ সময় কাউন্সিলর পদপ্রার্থী জনাব এডভোকেট পাথ সারতি পাল বলেন আমি গত নিবাচনে ভোটে বিজয়ী ছিলাম তবে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে এবার নিবাচনে যাতে সবাই ভোট গননার পর রিজাল্ট না হওয়ার আগ মুহুর্ত কেউ বাড়িতে যাবে না।আমি চাই একটি সুন্দর নিবাচন হউক, এই ৩০ জানয়ারি আমাদের পৌরসভা নিবাচন সবাই আমার জন্য দোয়া ও আশিবাদ করবেন,আমি বিজয়ী হলে সব সময় জনগনের পাশে থাকবো।