কমলগঞ্জ প্রতিনিধিঃ স্বপন কুমার নুনিয়া –
অদ্যে রোজ বুধবার বিকাল ৩ ঘটিকায় শ্রীমঙ্গল উপজেলার, কালাপুর সি এন জি গ্যাস পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে সি এন জিতে আগুন লেগে যায়।
সেখানে গ্যাস নিতে যাওয়া।
কমলগঞ্জ উপজেলার ভানুগাছ চৌমুহনার সি এন জি গ্রুপ কমিটির সভাপতি মোঃ নুর মিয়া, বাল্লাপার নিবাসী উনি সৎ ও সহজ সরল মনের মানুষ।
উনার একমাত্র উপার্জনের উৎস , সি এন জি অটোরিক্সাটি চোখের সামনে এক নিমিষেই জ্বলে পুড়ে শেষ।
সেই সাথে পুড়লো আরো দুজনের সি এন জি অটোরিক্সা।
আগুন নিয়ন্ত্রণ করেছেন শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস।