বিশেষ প্রতিনিধি মৌলভীবাজার জেলা। তুমি কেমন পুরুষ
নিজেকে পুরুষ বলতেও লজ্জা করে
তোমার এমন সুন্দর পরিবার কেমনে
নিজের হাতে নষ্ট করতে পারো স্ত্রীর গায়ে হাত তুলা বা নির্যাতন করাকে পুরুষত্য বলেনা।
স্ত্রীকে সম্মান -বিশ্বাস- ভরসা- ভালোবেসে আগলে রাখার নাম আসল পুরুষত্য বলে”
মৌলভীবাজারে যৌতুকের জন্য গৃহবধূর গায়ে গরম পানি ঢেলে ঝলসে দিয়েছে নরপশু স্বামী সঞ্জিত কান্তি নাগ।
মৌলভীবাজারে যৌতুকের টাকা না পেয়ে গরম পানি দিয়ে অনামিকা দেব (২৭) এক গৃহবধূর শরীর ঝলসে দিয়েছেন তাঁর স্বামী। গুরুতর অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ওই গৃহবধূকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওই হাসপাতালের সার্জারি ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ঘাড়ের নিচ থেকে পিঠের অনেকখানি গরম পানিতে পুড়ে গেছে ওই নারীর।
হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছেন ওই গৃহবধূ অপরাধীর শাস্তি চাই যৌতুক মুক্ত সমাজ চাই শরিয়ত অনুযায়ী কাবিন চাই।