মুহাম্মদ আমির উদ্দিন কাশেম, জেলা প্রতিনিধি মৌলভীবাজার:-
মৌলভীবাজারের জুড়ীতে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী কেককাটা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়াসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
আজ শনিবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে উপজেলার প্রধান প্রধান সড়কে র্যালী অনুষ্টিত হয়।
পরে জুড়ী শিশুপার্কে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ জুড়ী উপজেলার শাখার পক্ষ থেকে কেক কাটা হয়।
ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি শাহাব উদ্দিন সাবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস।
এছাড়াও বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু,সহ-সভাপতি আহমেদ কামাল অহিদ, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, সহ-সভাপতি হাসান তারেক, যুগ্মসাধারণ সম্পাদক চন্দন দাস, যুগ্মসাধারণ সম্পাদক জুয়েল রানা,জুড়ী কলেজ ছাত্রলীগের সভাপতি আদনান আসফাক, সাধারণ সম্পাদক গৌতম দাস প্রমূখ।