মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার) জেলা প্রতিনিধি ঃ
মৌলভীবাজারের কুলাউড়ায় কাজী সমিতি সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটি বিলুপ্ত করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকালে কুলাউড়া উপজেলা কাজী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় কাজী খন্দকার ফখরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলার ভাইস চেয়ারম্যান কাজী ফজলুল হক খান সাহেদ।
অনুষ্ঠিত সভায় আগামী তিন মাসের মধ্যে আহ্বায়ক কমিটির মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় উপস্থিতির সর্বসম্মতিক্রমে কুলাউড়া পৌরসভার কাজী মাওলানা খন্দকার ফখরুল ইসলামকে আহ্বায়ক, ১৩নং কর্মধা ইউনিয়নের কাজী মাওলানা জুনাইদ আহমদকে যুগ্ম আহ্বায়ক এবং জয়চন্ডি ইউনিয়নের কাজী মাওলানা মখলিছুর রহমানকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এতে কাজী মাওলানা সৈয়দ লিয়াকত আলী, কাজী মাওলানা রফিকুল ইসলাম সিতারকে সদস্য করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কাজী মাওলানা জাকির হোসেন, কাজী মাওলানা মঈন উদ্দিন, কাজী মাওলানা মনসুর আহমদ প্রমুখ।