1. info@www.durjoynews24.com : দূর্জয় নিউজ ২৪ :
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:০৮ অপরাহ্ন

মাদক সেবনে বাধা দেওয়ায় বাগান মালিক কে মারপিট! আদালতে মামলা।

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৫৮ বার পড়া হয়েছে

বিধান কুমার বিশ্বাস, রাজবাড়ী।

রাজবাড়ী জেলার সদর উপজেলার চন্দনী ইউপি আফড়া গ্রামে গতকাল ১৫ ই অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ৭/৮ জন ব্যাক্তি লিচু বাগানে নির্জন ছাপড়ায় মাদক সেবন কালে, লিচু বাগানের মালিক আব্দুর রহিম সেখ (৭০) বাধা প্রদান করলে একই এলাকার ওসমান ঢালীর ছেলে আর্জেন্ট ঢালি ওরফে মতিন নেতৃত্বে বৃদ্ধা আব্দুর রহিম কে পিটিয়ে রক্তাক্ত জখম করে মাদক সেবন কারীরা।
সরেজমিন পরিদর্শন করে জানা যায়, জেলার চন্দনী আফ্রা গ্রামের ওসমান ঢালীর ২ পুত্র আর্জেন্ট ঢালী ওরফে মতিন ও মোয়াজ্জেম ঢালী সহ তাদের মাদকসেবী গ্রুপ একই এলাকার আব্দুর রহিমের বাড়ির পাশে ৫২ শতক লিচুর বাগানের মাঝে, বাগান পাহাড়া নির্জন ছাপড়ায় বসে মাদক সেবন করে। এ বিষয় নিয়ে বাগান মালিক নানা সময় বাধা প্রদান করায় বাগান মালিক কে নানাপ্রকার হুমকি প্রদান করে আসছে, এবং গতকাল সকাল ৯ টার দিকে আব্দুর রহিম লিচু বাগানে গিয়ে মাদকসেবীদের বাধা দেওয়ায় পূর্বপরিকল্পিতভাবে তাকে মেরে রক্তাক্ত জখম করে। এ বিষয়ে আব্দুর রহিমের ছেলে নূর আলম শেখ বাদী হয়ে রাজবাড়ী বিজ্ঞ আদালতে ১০৭,১১১,১১৭ গ ধারায় একটি মামলা দায়ের করে। এ বিষয়ে ভুক্তভোগী আব্দুর রহিম জানান, দীর্ঘদিন ধরে ওসমান ঢালী দুই ছেলে আর্জেন্ট ও মোয়াজ্জেন দুই ভাই সহ অন্যান্য মাদক সেবী মিলে আমার বাড়ির উপর দিয়ে আসা-যাওয়া ও আমার বাগানে মাদক সেবন করে। আমি নানা বার বাধা প্রদান করেছি তার জন্য আমার প্রান নাশের হুমকি প্রদান করে। আজ সকালে আমি বাগানে গিয়ে ওদেরকে দেখে বাগানে আসার কথা বা আমার বাগানে এসে মাদক সেবনের কথা না করলে দল বল মিলে আমাকে মারধোর করে ও আমার চিৎকারে এলাকাবাসী ছুটে এলে তারা চলে যায়। বলে যায় কোথাও কোনো অভিযোগ করলে পরিণতি খুব খারাপ হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো খবর

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: : ইয়োলো হোস্ট