1. info@www.durjoynews24.com : দূর্জয় নিউজ ২৪ :
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:১৯ অপরাহ্ন

মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব: আরএমপি কমিশনার

  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ১৪০ বার পড়া হয়েছে

রাজশাহী জেলাপ্রতিনিধি

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক বলেছেন, মাদক আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা। অধিকাংশ অপরাধের পেছনের কারণ শুধু এই মাদক। তাই আমরা সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।

বুধবার দুপুরে আরএমপির কর্ণহার থানা প্রাঙ্গনে বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় পুলিশ কমিশনার স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন।

বলেন, সমাজের সকল মানুষ যদি নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা না করেন তাহলে অপরাধ দমন কঠিন। বিশেষত এই মাদক নির্মুলে সবাইকে সহায়তা করতে হবে। তা না হলে সমাজের মানুষকেই ভুগতে হবে।

পুলিশ কমিশনার বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় যাচ্ছে। আমরা নতুন নতুন কৌশল ও আধুনিক পুলিশি সেবা নিশ্চিত করে রাজশাহী মহানগরকে মাদ, সন্ত্রাস, জঙ্গী ও অপরাধমুক্ত করে গড়ে তুলব। এ জন্য তিনি আবারও প্রত্যেকের সহযোগিতা কামনা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির কাশিয়াডাঙ্গা জোনের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিএম হাসিবুল বেনজীর, সহকারী পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরী, কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন প্রমুখ। সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো খবর

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: : ইয়োলো হোস্ট