ভারত থেকে মনোয়ার ইমাম এর লোকগনতান্ত্রিক দলের সভাপতি শ্রী হুনমান কেজরিওয়াল। তার দাবি যে ভাবে কৃষক বিল পাস করানো হয়েছে তা মেনে নেওয়া সম্ভব নয়। উল্লেখ্য ভারত এর রাজস্থান লোক গনতান্ত্রিক পাটি কেন্দ্রীয় সরকারের শরিক দল।যদি তাদের দাবি না মানা না হয় তাহলে তারা এন ডি এ জোট থেকে বেরিয়ে যাবে। তাদের দাবি যে ভাবে ভারত এর কৃষক বিরোধী বিলের বিরোধিতায় কৃষক রাস্তায় নেমে আন্দোলন গড়ে তুলেছে তারা প্রতি পূর্ন সমর্থন করেন তার দল। তার অভিযোগ ভারত এর জাতীয় সড়ক দিল্লিতে কৃষক দের উপর যে ভাবে দমন পিড়ন চালিয়ে যাচ্ছে পুলিশ তা তারা মানবে না। প্রয়োজন এ তারা কৃষক দের পিছনে দাঁড়াবে। তার দাবি ভারত এর অবিজেপি শাসিত রাজ্যে কৃষক বিরোধী বিলের বিরোধিতা করে বিল পাশ করেছে। যেখানে কংগ্রেস শাসিত রাজ্যে কৃষক বিরোধী বিলের বিরোধিতা করে আসছে। এবং তারা কৃষক বিরোধী বিলের বিরোধিতায় বিল পাশ করে তাদের রাজ্যে এই কেন্দ্র র আইন চালু করবেন না। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যে এই বিলের সমর্থন করে কেন্দ্রীয় কৃষি আইন প্রয়োগ করেছেন।যার জন্য তাদের বিজেপি র বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে রাজস্থান লোকজন তান্ত্রিক দল।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।