ভারত থেকে মনোয়ার ইমাম। পুরুলিয়া জেলার জয়পুর ঢাষ মোড় এ।এই জনসভায় উপচে পড়া ভিড় দেখে উৎসাহিত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। পুরুলিয়া জেলা কংগ্রেসের নেতা ও কর্মীরা।এই জনসভায় প্রমাণ করে দিয়েছে যে ভারত এর জাতীয় কংগ্রেস শেষ হয়ে যায়নি ও মারা পড়েনি। কংগ্রেস নেতা ও কর্মীরা শৃঙ্খলা বদ্ধ ভাবে ভারত সরকারের কৃষি বিরোধী বিলের বিরোধিতায় এবং পশ্চিম বাংলার অপশাসন মুক্ত করতে বদ্ধপরিকর।আজ এই জনসভায় আসার জন্য কাউকে টাকা পয়সা ও জোর এবং বলপ্রয়োগ করে নি। দলের নেতা ও কর্মীরা ভারত এর জাতীয় কংগ্রেস কে ভালো বেসে এই সভায় উপস্থিত হয়েছেন।এই সভা কেন্দ্র আগামী দিনে ঘুরে দাঁড়াতে চায় সারা পশ্চিম বাংলার কংগ্রেস প্রেমী কংগ্রেসের নেতা ও কর্মীরা। আজকের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জনবিরোধী কৃষি নিতীর বিরুদ্ধে কঠোর কর্মসূচি পালন করেছে কংগ্রেস।এই আন্দোলন ও কর্মসূচি কে কেউ প্রতিহত করতে পারবেনা। আগামী দিনে প্রতিটি কংগ্রেস নেতা ও কর্মীদের বিত্তর আন্দোলন কর্মসূচি পালন করতে ঝাঁপিয়ে পড়তে বলেছেন। প্রতিটি জেলায় ও মহাকুমা শাসকদের কাছে প্রতিটি ব্লক অধিকারী ও ডি এম ও এস পি এবং থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করার অনুরোধ করেছেন।এই সভায় উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা কংগ্রেসের নেতা ও কংগ্রেস এর লড়াই করা নেতা শ্রী নেপাল মাহাতো এবং পুরুলিয়া র বিধায়ক শ্রী সুদ্বীপ বন্দ্যোপাধ্যায় ও জেলা কংগ্রেসের নেতা ফনিভূষন কুমার ও উত্তম বন্দ্যোপাধ্যায় এবং পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।। নিউজ দাতা মনোয়ার ইমাম।